চিঠি কবিতা সুন্দরের ঠিকানায় বাসুদেব সরকার ০১. শুভেচ্ছা , সম্ভাষণ ওহে আমার প্রিয় বিয়াইন এবং সকল বিয়াই , নমস্কার ও শুভেচ্ছা যে আপনাদের জানাই। এছাড়াও সবার প্রতি রইলো ভালোবাসা , অনুভূতি করতে প্রকাশ কলম নিয়ে বসা। আপনারা রতন দাদার শালা-শালি-শালাবউ , আমার ভালোবাসা হতে বাদ পড়লেন না কেউ। সেই সূত্রেই মোর আপনারা বিয়াই-বিয়াইন হন , বিয়াই-বিয়াইন সম্পর্কটা অতি যে আপন। রতন দাদা হলো আমার পিসতুতো ভাই , very happy এত্তো এত্তো বিয়াই-বিয়াইন পাই। ০২. চিঠিতে ভ্রমণ বৃত্তান্ত চাটগাঁ থেকে লিখলো দাদা , বৌদি সিলেট থেকে , যেতে হবে বৌদির বাড়ি জানালো তা লিখে। স্বরূপকাঠি যাচ্ছি তো তাই পুজো উপলক্ষে , নতুনকে তো জয়ের আশা আমার-ই এই বক্ষে। রতন দাদার সাথে যাত্রা করি বাড়ি হতে , চাঁদপুর এসে তিন তলা লঞ্চ উঠি ' মানসী '- তে। সিলেট হতে আসবে বৌদি ঢাকা হয়ে ' পারাবত '- এ , মানুষ বেশির কারণে আর থাকি না তার অপেক্ষাতে। বেশ দুষ্টুমি করি লঞ্চে ক ' টি মেয়ের সাথে , একটুও তো ঘুমাইনি যে লঞ্চে সারা রাতে। আমার এ দুষ্টুমির কথা কেউ তো আর না জানে , আমার সাথে ছিলেন যারা ঘুমোচ্ছেন একমনে। শিকারপুরে নেমে গেলো পাশের ...